পটুয়াখালীতে বিয়ে বাড়িতে খাবার দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

১১

মোঃআল-আমিন
ডেস্ক রিপোর্ট

পটুয়াখালীর মহিপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেয়াকে কেন্দ্র করে বর পক্ষ ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।উক্ত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে গুরুতর আহত রাসেল, সেলিম ও হাসানকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল তিনটার দিকে মহিপুর সদর ইউপির বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।

জানা যায়, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আরিফের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার । গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনেন। পরে আজ মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে মেয়েকে নিতে আসেন।

খাওয়া দাওয়ার পর্বে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উক্ত ঘটনায় মামলা দায়েরের পরিকল্পনা চলছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.