পঞ্চগড়ে ভিন্নধর্মী ভ্যালেন্টাইন উদযাপন।

৩৮

আল আমিন,পঞ্চগড় প্রতিনিধিঃ আজ ১৪ ই ফেব্রুয়ারী ২০২১ পহেলা ফাল্গুনে বটবৃক্ষ স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন পঞ্চগড়ের আয়োজনে বেলা ৩.৩০ মিনিটে পঞ্চগড় আধুনিক সদর হসপিটাল পঞ্চগড়ে করোনা কালীন সেবা দান কারি চিকিৎসক ও সেবিকা দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বটবৃক্ষের আহবায়ক আল আমিন এর আহবানে বটবৃক্ষের সকল সদস্য এতে উপস্থিত থাকে। সিভিল সার্জন বটবৃক্ষ স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর কর্মসূচিকে স্বাগত জানান। পরে দ্বায়ীত্বরত চিকিৎসক ও সেবিকা দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বি এস ডি ও ব্যাক্তিত্ব বিকাশ, আত্মউন্নয়ন ও মানবতার সেবা দান কারি যুব সংগঠন৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.