,আল আমিন পঞ্চগড়
পঞ্চগড় পৌরসভাধীন বি এম কলেজ এলাকায় জহিরুল ইসলাম এর পোষা বিড়াল টি গত দুদিন হতে পাচ্ছিল না তারা।
০৮ই ডিসেম্বর হতে নিখোঁজ ছিল বিড়াল টি, অনেক খোঁজাখুঁজি করেও বিড়াল টি পাচ্ছিল না। গত ০৯ডিসেম্বর গভির রাতে (অানুমানিক ১২.৩০মিনিটে) মেহগনি গাছের মগডালে বিড়ালটি দেখতে পায় পরিবারের লোকজন।
জহিরুল ইসলাম এর পুত্র সজিব তাৎক্ষণিক খবর দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পঞ্চগড় ইউনিট কে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার ফাইটার গণ এসে বিড়াল টি মেহগনি গাছের মগডাল হতে উদ্ধার করে।
বিড়ালটি পেয়ে খুশি পরিবারের লোকজন। পরে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় ফায়ার ফাইটার ও পুলিশ কে পরিবারটি।