আল আমিন, পঞ্চগড় প্রতিনিধিঃ আজ ২৮ ডিসেম্বর, সোমবার পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
০৯টি ওয়ার্ডে ১৫ টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম দিয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
বেসরকারি ভাবে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গনের নাম
মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন। এছাড়া
০১নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন মোস্তফা কামাল মিলন,
০২নং ওয়ার্ড মাজেদুর রহমান চৌধুরী ইরান,
০৩নং ওয়ার্ড আরিফ হোসেন,
০৪নং ওয়ার্ড লুৎফর রহমান,
০৫ নং ওয়ার্ড হাসনাত মোঃ হামিদুর রহমান,
০৬নং ওয়ার্ড শফিকুল ইসলাম,
০৭নং ওয়ার্ড সাইদুল ইসলাম,
০৮নং ওয়ার্ড আশরাফুল আলম,
০৯নং ওয়ার্ড আব্দুল্লাহ আল-মামুন বাবু
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে
০১,০২,০৩ নং ওয়ার্ডে বিউটি বেগম,
০৪,০৫,০৬ নং ওয়ার্ডে এলিজা আকতার
০৭,০৮,০৯ নং ওয়ার্ডে রাহেনা বেগম ।