নোয়াখালীতে শখের মোবাইল না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

১৬

মোঃ নুর আলম সিদ্দিকী, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে মোবাইল কেনার টাকা না পেয়ে অভিমান করে সীমান্ত মজুমদার হৃদয় (২২) নামের এক কলেজছাত্র বিষপানে আত্মহত্যা করেছেন।

রবিবার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত সীমান্ত মজুমদার হৃদয় চরবাটা গ্রামের বাবুল মজুমদারের ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

কলেজ পড়ুয়া রিদয়ের সহপাঠীদের ভাষ্যমতে, কয়েক দিন আগে মোবাইল কেনার জন্য মায়ের কাছে ১৫ হাজার টাকা আবদার করেন হৃদয়। বিষয়টি তার বাবাকে জানাতে বলেন মা। পরে বাবার কাছেও মোবাইলের টাকা চেয়ে ব্যর্থ হন হৃদয়। টাকা না পেয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে পোকা মারার কীটনাশক খান। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যম কর্মীদের কে জানান, মোবাইল কেনার টাকা না পেয়ে হৃদয় আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.