মুরসালিন,কলমাকান্দা,নেত্রকোনাঃ নেত্রকোনায় পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মনোনীত হয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় গত ডিসেম্বর ২০২০ সালের সংগঠিত অপরাধ পর্যালোচনায় ভালো কাজের মূল্যায়ন হিসেবে মনোনীত হন তিনি। বিকেলে আনুষ্ঠানিকভবে সদর মডেল থানায় পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী শ্রেষ্ঠ ওসির ক্রেষ্ট তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আলামিন হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।