নীলফামারী টু ঢাকা কয়েক দফায় ধর্ষনের শিকার উত্তরা ইপিজেডের এক নারী পোশাক শ্রমিক

৪৮

ডেক্স রিপোর্ট, নীলফামারীঃ

নীলফামারীতে তিন দফায় ধর্ষণের শিকার হয়ে পরে ধর্ষকের ভয়ে ঢাকায় আশ্রয় নিয়েছেন এক পোশাক শ্রমিক নারী। ঐ ধর্ষকের নাম দুলাল মিয়া।

নীলফামারী উত্তরা ইপিজেড চাকরিরত ২৪ বছরের মেয়েটিকে টার্গেট করে প্রথমে ফোনে কথাবার্তা বলা শুরু করে দুলাল মিয়া। কিন্তু তারপর একরাতে রাস্তা থেকে তুলে নিয়ে,নিজের ধানের গুদামে রাতভর আটকে রেখে নির্যাতন করে দুলাল মিয়া ও তার গাড়ি চালকসহ ৪ জন দুলাল মিয়ার গ্রামে পরিচিতি সুদারু দুলাল। রাতভর নির্যাতন করার পর, তাকে নানা ধরনের হুমকি দিয়েছে যেন বিষয়টা কাউকে যেন না জানায়।

বিষয়টি এমন হয়েছে যে-দুলাল মিয়া তার পুত্র ও গাড়ী চালক ধর্ষকেরা যখন কারাগারে থাকার কথা,তখন উল্টো তাদের হুমকিতে ধর্ষিতা মহিলা নীলফামারী ছেড়ে ঢাকায় এসে আশ্রয় নিয়েছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.