ওমর ফারুক,নীলফামারী প্রতিনিধিঃ
মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও কন্যাশিশুর সুরক্ষা প্রকল্প পল্লীশ্রী সংস্থার গাইড লাইন অনুযায়ী (২৭ জানুয়ারী) প্রজেক্ট ফ্যাসিলিটর অন্তর রায়ের সঞ্চালনায় (বুধবার দুপুরে) পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে করোনা ওয়ারিন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ডাঃপ্রিতিলতা ঘোষ, মেডিকেল অফিসার, অাধুনিক সদর হাসপাতাল, নীলফামারী, প্রজেক্ট অফিসার চারু রায়, স্থানীয় সরকার প্রতিনিধি,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সচেতন সুশীল সমাজের ব্যক্তিবর্গ,প্রকল্পের নারী ও পুরুষ দলের সদস্য, কিশোর কিশোরী
এ সময় ওয়ারিন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির আসনে ডাঃ প্রিতিলতা ঘোষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বার্তা, স্বাস্থ্য শিক্ষা প্রদান সহ সকল প্রকার রোগের প্রতিরোধের লক্ষে বিশেষ কিছু পরামর্শ প্রদান করেন এছাড়াও জ্বর সর্দি, কাশি,চর্ম,যৌন, এলার্জি, লো ও হাই পেশার হওয়ার কারণ উল্লেখ, কিশোরীদের পিরিয়ড প্রসঙ্গে সমন্বয় মতামত প্রদান করেন।
পর্যায়ক্রমে প্রজেক্ট অফিসার চারু রায় বলেন করোনা মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হওয়া দরকার যা কি না বাঁচাতে পারে সকলের ভবিষ্যময় জীবন, সমাজের জন্যে সকলকে পরিবর্তন যোগ্য একটি মানুষ তৈরি হতে হবে, আরো বলেন অবশ্যই নিজকে পরিবারকে সমাজ কে আহবান জানাতে হবে যেন সবসময় পরিষ্কার পরিছন্ন হয়ে মাক্স পরিধান করে সামজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করেন
আলোচনা শেষে প্রজেক্ট ফ্যাসিলেটর আগামী দিনে উন্নত সমাজ গড়ার লক্ষ্যে কাজের মান বৃদ্ধি করার জন্য, প্রকল্পের কাজ কিভাবে মানসম্মত করা যায় তা নিয়ে পরামর্শ বক্সে সকলের স্বালীল পরামর্শ ও মতামত গ্রহণের মধ্যে দিয়ে কোভিড-১৯ ওয়ারিন্টেশন প্রোগ্রাম শেষ করেন
পল্লীশ্রী সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তা এরকম প্রাগ্রামের জন্য আগামী দিনে আরো ভালো কিছু করার লক্ষে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলো র সভাপতি জনাব আইজিদ আরাফাত অরূপ,সিডনি অস্ট্রেলিয়া, সিপিএ, ও প্রধান উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, চেয়ারম্যান, জেলা পরিষদ,নীলফামারী মহোদয়।