মাহমুদুল ইসলাম সোহাগ-
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২১- জানুয়ারী) জেলা পরিষদ কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ নীলফামারী জেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে গৃহনির্মাণ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে সবাইকে অবহিত করেন।
আগামী ২৩জানুয়ারি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি সংযুক্ত থেকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের গৃহনির্মাণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।