নীলফামারীতে চাঁদা না দেয়ায় পৌর কাউন্সিলরের নেতৃত্বে বাড়িতে হামলা-লুটের অভিযোগ।

৪৮

ডেক্স রিপোর্টঃ নীলফামারী

নীলফামারী পৌর ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে একজনের বাড়িতে হামলা-লুট চালিয়েছে দূরবৃত্তরা।
অভিযোগ পাওয়া গেছে নীলফামারীর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কলিম উদ্দিনের (৫১) বিরুদ্ধে।

নীলফামারীর পৌর এলাকার বাড়াইপাড়ার বাসিন্দা মোছা. আকলিমা খাতুন (৫২) বিগত ফেব্রুয়ারিতে ৮ নং ওয়ার্ডের সার্কিট হাউস পাড়ায় এক প্রভাবকের সাত শতক জমি ও বিল্ডিংসহ ক্রয় করেন এবং সেখানে বসবাস শুরু করেন। এরপর বাড়ির তৃতীয় তলার সংস্কারের কাজ শুরু করলে চাঁদা দাবি করেন কলিম উদ্দিন।

আকলিমা খাতুনের অভিযোগ, গত ২৮ অক্টোবর কলিম উদ্দিনের নেতৃত্বে দলবদ্ধ হয়ে কয়েকজন লাঠি, চাকু ও লোহার রড নিয়ে জোর করে বাড়িতে ঢুকে গালিগালাজ ও এরপর ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় প্রতিবাদ করলে বাড়ির দরজা, জানালা, থাই, বেসিন, টাইলস, খাট, চেয়ার, টেবিল ফ্রিজ ভাঙচুরসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করে হামলাকারীরা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.