ডেস্ক রিপোর্,নীলফামারিঃ
নীলফামারিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা।
গত ১২ নভেম্বর দুইটি সংসদ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে,ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ১১ টি গাড়ি পোড়ানোর মামলায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ, বিএনপির ৪২৬ জন কে আসামী করার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত বিক্ষোভ মিছিল বের করে নীলফামারী জেলা ছাত্রদল। বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালেকীন আহমেদ সজীবের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেসুর রহমান কাজলের সঞ্চালনায়, বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেফাউল জাহাঙ্গীর সেপু, সাংগঠনিক সম্পাদক শুভ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স। বক্তারা বলেন,সরকার রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় এসে দেশের মানুষের ভোটের অধিকার হনন করেছে এবং বিএনপির আন্দোলন দাবিয়ে রাখার জন্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল হোসেন, সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, পৌর আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।