ইমরান হোসেন পিয়াল,খেলা ডেস্কঃ আইসিসির ওয়ার্ল্ডকাপ সুপার লিগের অংশ হিসেবে ৩ ম্যাচের ওডিয়াই সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে তারা। সিরিজটি হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের পরেই। তবে এই সিরিজের এখনো কোনো দিন তারিখ ঠিক হয় নাই।
গতকাল ৩ ফেব্রুয়ারি শ্রীলংকার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, “শ্রীলঙ্কা দল আগামী মে মাসে তিনটি ওয়ানডে খেলতে আসবে। এটা বিশ্বকাপ সুপার লিগের অংশ।”
শুভকামনা রইলো দুদলের জন্যই। সিরিজটি সফল ও সুন্দর ভাবে শেষ হোক।