নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ২৩ ইউনিট

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করছে।

নিউ মার্কেট এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন” আইএসপিআর।

ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নিউ সুপার মাকের্টের দক্ষিণ ভবনের দোতলায় আগুন। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারদিকে। ব্যবসায়ীরা মালামাল বের করার চেষ্টা করছেন।

ঢাকা কলেজের ভেতরে পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আপাতত পানির কোন সমস্যা দেখছে না কর্মকর্তারা।

দক্ষিণ ভবনের দোতলায় থেকে বস্তায় করে মালামাল ফেলে দিচ্ছে ব্যবসায়ীরা। ভেতর থেকে কালে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

মালামাল চুরি যেন না হয় সে জন্য পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। দোতলা মার্কেটের পুরোটাই পোশাকের দোকান।

আগুন ছড়িয়ে পড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া। কান্নায় ভেঙ্গে পড়ছেন ব্যবসায়ীরা। দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন হাতে নিয়ে বের হওয়ার চেস্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি-সেনাবাহিনী অবস্থান নিয়েছেন। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার ভোর ৫ টা ৪০ অগ্নিকাণ্ডের কথা জানতে পারে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাজাহান সিকদার জানান, আগুনের খবর পেয়ে ৪ মিনিটের মধো ঘটনস্থলে যায় তাদের প্রথম ইউনিট। তবে আগুনের ভয়াবহতায় পরবর্তীতে আরো ইউনিট যোগ হয়।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কি পরিমাণ হতে পারে ধারণা করা যাচ্ছে না।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.