বিনোদন ডেস্কঃ
চিত্রনায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমাকে (তমা মির্জা) মারধরের ঘটনায় তার সাবেক স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি নতুন এ দিন ধার্য করেন।
এর আগে গত ৫ ডিসেম্বর রাতে রাজধানীর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি দেয়ার অভিযোগে হিশাম চিশতীর বিরুদ্ধে মামলা করেন তমা মির্জা।এরমধ্যেই লাইভে এসে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জার অনেক গোপন ভিডিও প্রকাশ করে দেয়ার হুমকি দিলেন স্বামী হিশাম চিশতী। সেখানে তিনি দাবি করেন,তিনি প্রমাণ করবেন যে তার স্ত্রী তমা একজন ভালো পর্নো তারকা। খুব দ্রুতই তা প্রকাশ করা হবে। এতে করে যদি সে আত্মহত্যাও করে আমি কেয়ার করি না। হয়তো তার সব গ্রাহক ও লোভী মা তাকে আত্মহত্যা করতে দেবে না। কিন্তু আমার মনে হয় এটাই তার প্রাপ্য। তার পারিবারিক সূত্রে জানা গেছে,পুরো বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে। এর মধ্যে স্বামীর বিরুদ্ধে তমা যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
ব্রেকিং নিউজ :
- দশমিনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পাচারকালে সুন্ধী কচ্ছপ উদ্ধার করলো বনবিভাগ
- ভোলায় ককটেল বিস্ফোরণ, বিএনপিকে জড়িয়ে মামলা
- শুটিংয়ে দগ্ধ শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক
- বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
- শুটিং করতে গিয়ে অসুস্থ চিত্রনায়িকা ববি
- নতুন করে বিতর্কে জড়ালেন পুনম পান্ডে
- ঢাকায় সকালে আ. লীগের সমাবেশ, বিকেলে বিএনপির পদযাত্রা
- মোংলায় সার বোঝাই লাইটার ডুবি: ৮ কর্মচারী জিবীত উদ্ধার
- লালমোহনে ভ্রমণের নামে শব্দদুষণ, কাভার্ড ভ্যান আটক
Prev Post