মেহেদী হাসান, উপজেলা প্রতিনিধি(নালিতাবাড়ী): শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেয়র পদে প্রার্থী হয়ে পুনঃজন্ম নিলেন বর্তমান মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
আজ(২৬ডিসেম্বর)সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ৬৪ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণায় আবু বক্কর সিদ্দিকের নাম উল্লেখ করা হয়।
এর আগে দলীয় মনোনয়নের জন্য সাতজন প্রার্থী কেন্দ্রে আবেদন করে। কিন্তু সব আলোচনা সমালোচনার অবসান ঘটলো আজ।