মেহেদী হাসান,উপজেলা প্রতিনিধি,নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ীতে আজ(২১ ডিসেম্বর) ভোরে ৫ টা ৩০ মিনিটের সময় ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি বাস খাঁদে পড়ে অন্তত দশজন আহত হয়েছে।
উপজেলার পাঁচগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে চালকের রাস্তা দেখায় সমস্যা হওয়ায় এমনটা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বাস টি খাদে পড়ে গেলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের সহযোগিতা করেন।