মেহেদী হাসান,উপজেলা প্রতিনিধি,নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মুজিবর চৌধুরী কে আজ(২২ডিসেম্বর) দুপুরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করে বক্তব্য দেয়ায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গত ১৬ডিসেম্বর পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসে বিএনপির দলীয় আলোচনা সভায় প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ উঠে।এমন বক্তব্যে স্থানীয় আওয়ামীলীগ নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ মিয়া থানায় অভিযোগ পত্র জমা দেন।যার পরিপ্রেক্ষিতে আজ উনাকে গ্রেপ্তার হতে হলো।