সাখাওয়াত হোসেন,নান্দাইল(ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নান্দাইল কর্তৃক নান্দাইল পৌরসভা সদর বাজারে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ উদ্দিন মোবাইলকোর্ট পরিচালনা করেন।
এসময় মাস্ক না পড়ে করোনা ভাইরাস বিস্তারে ভূমিকা রাখায় পথচারী, দোকানদার, ক্রেতা-বিক্রেতাদের মোবাইলকোর্ট পরিচালনা করে অর্থদণ্ড আরোপ করা হয়। সকাল থেকে মোবাইলকোর্টের মাধ্যমে ২০ জন কে জরিমানা করে ৫৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়াও মাস্ক ব্যবহারে সচেতন করতে ব্যাপক প্রচারনা চালানো হয়। যারা মাস্ক পড়ে নি তাদেরকে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক পড়িয়ে দেয়া হয়।