স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভায় বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন করা হয়েছে। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর
শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে— “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়। সারা দেশে শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টার সময় আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর উদ্যোগে দিবসটি পালন করা হয়।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮ টার সময় আড়ানী পৌরসভায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ কলিন্স, বাঘা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, আড়ানী পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সনাতন দোবে, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, আড়ানী পৌর সভার সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ সহ দলীয় নেতা কর্মী বৃন্দ।
সব শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।