আবদুল্লাহ আল নোমান,মুখপাত্রঃ আজ ২৭ নভেম্বর।
এভাবে দিন আসে দিন যায়, কিন্তু কেও কিছু মনে রাখেনা ।মনের ভিতরে জমে থাকে অনেক কষ্ট। ২০০৯ সালের ভয়াবহ সে দিনের কথা আমি বুলতে পারিনি এখনো।
সেদিন কান্নার শব্দে, নাজিরপুরের আকাশ,বাতাস নিস্তব্ধ হয়ে ছিল, এর সাথে সম্পূর্ণ ভোলাবাসি ও চোখের পানি দিয়ে সমবেদনা জানিয়েছিল। আজও অনেক পরিবার কান্না করে যাচ্ছে, তাদের আপন জনের জন্য।
কোকো-৪ ট্রাজেডির ১১ বছর হলো। ২০০৯ সালে তেতুলিয়া নদীর নাজিরপুর ঘাটেই, ডুবে গিয়েছিলো কোকো-৪,
ভোলার মানুষের কাছে শোকাবহ আজকের এ দিনটি।
এমন যেন আর না হয় এই দেশে, আল্লাহ হেফাজত করুক।