সঞ্জয় বৈরাগী, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে মো. রনি হাওলাদার (২৮) ও মিজানুর রহমান মিঠু (৩২) নামের দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙ্গে দেয়া সহ মো. ফারুক হওলাদর (৩৫) নামের তিন যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করেন দলীয় নেতা-কর্মীরা।
হামলার প্রতিবাদে ও বিচারের দাবীতে ওই দিন বেলা ১১টায় পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুর হাসপাতাল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলীয় নেতা-কর্মীরা। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনের বঙ্গবন্ধু’র মুর্যালের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, যুবলীগ নেতা আল-আমীন খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মো. নাইম হালাদার প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিঠু ও একই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রনি হাওলাদারকে বেদম ভাবে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয় রাজনৈতিক প্রতিপক্ষরা। এসময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হাওলাদারকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।