ইয়াছিন আলী, সরিষাবাড়ী জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়নের “নদী ভাঙ্গলে জমি খাস” এ আইন বাতিলের দাবিতে বিশাল মানববন্ধন এর আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি।
বাংলাদেশ কৃষক সমিতি নেতা ও এলাকাবাসী জানায় এমনিতেই আমাদের এলাকা নদীমাতৃক এলাকা। আমাদের উপার্জন একমাত্র কৃষিকাজ। শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে আবার তার চর হিসেবে জেগে উঠে। এই জমি আবার সরকার খাস হিসেবে ঘোষণা করে। আমরা ঠিক মত জমিচাষাবাদ করতে পারিনা। বিশেষ করে নলসন্দা চর, পিংনাচর, আওনা চেরর বিস্তীর্ণ এলাকা চর হিসেবে জেগে উঠেছে। এ জেগে ওঠা চর বিস্তীর্ণ এলাকা যাতে খাসজমি হিসেবে ঘোষণা করা না হয় সে আইন বাতিলের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
আরোও দাবি জানানো হয় সরকারের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করে।