আবদুল আহাদ
ফুল ফুটেছে বনে বনে…
ভাবছি তোমায় মনে মনে…
বলছি তোমায় কানে কানে…
নতুন বছরের আগমনে
হ্যাপি নিউ ইয়ার 2021
ঘড়ির কাটা ১২ টা,
মন যে আর মানে না।
তুমি বন্ধু ঘুমাও নাকি ?
নতুন বছরের নতুন তারা,
দেখ করছে ঝলমল।
দিচ্ছে নতুন এর সাড়া ।
তোমার জীবনের বাকি দিন গুলো হোক সুখ সমৃদ্ধি ময়,
এই কামনায় তোমায় জানাই ইংরেজি শুভ নববর্ষ 2021।
যেটুকু ভুল ছিল সুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল,
এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
হ্যাপি নিউ ইয়ার 2021
নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার 2021
সবকিছুরই একটা শুরু এবং শেষ থাকে..
কিন্তু কামনা করি নতুন বছরে তোমার আনন্দ এবং সুখ যেন কখনো শেষ না হয়…
হ্যাপি নিউ ইয়ার বন্ধু 2021
স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাঁচার মানে।
সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি নিউ ইয়ার ২০২১
নতুন ভোর জেগে উঠছে নতুন সূর্যকিরণের সাথে…
নতুন সকাল জেগে উঠেছে মিষ্টি হাসির সাথে..
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়,
নতুন বছর কাটুক তোমার অনেক আনন্দের সাথে…
হ্যাপি নিউ ইয়ার…2021
ভুল কে আজ দাও ছুটি,
বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর,
শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,
মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ 2021
মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
দৈনিক সাহসী কন্ঠেন
হ্যাপি নিউ ইয়ার ২০২১ ।