কামরুল হাসান ধোবাউড়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গামারীতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক খানের কবরে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন ময়মনসিংহ ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ মি. জুয়েল আরেং। বৃহস্পতিবার সকালে প্রয়াত আজিজুল হক খানের বাড়িতে উপস্থিত হয়ে কবরে শ্রদ্ধাঞ্জলি দেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,যুগ্ন সসম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন,গামারীতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবুল সরকার, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রুবেল পালোয়ান,যুবলীগ নেতা আবু সালেক টিপু প্রমূখ।