মোঃ ফরহাদ আহমেদ,ধামরাই প্রতিনিধি,ঢাকা উত্তর: আজ রবিবার, সকাল ১০ ঘটিকায় মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব জাহিদ মালিক স্যারের মাধ্যমে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে এক যোগে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
এরই ধারাবাহিকতায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ধামরাই উপজেলার কোভিড-১৯ এর প্রথম টিকা গ্রহণ করেন ডাঃ নুর রিফফাত আরা-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উক্ত কার্যক্রমে মাননীয় এম পি মহোদয় আলহাজ্ব বেনজির আহমেদ উপস্থিত থেকে কার্যক্রম উব্দোধন করেন।ইতিমধ্যে যারা ধামরাই উপজেলায় নিবন্ধন করেছেন, তাদের টিকা গ্রহণের জন্য অনুরোধ জানানো হল।যারা এখনো নিবন্ধন করেন নি, তাদের জন্য হাসপাতালেই আলাদা রেজিষ্ট্রেশন কর্ণারের ব্যবস্থা থাকবে।রেজিষ্ট্রেশন এর জন্য NID কার্ড ও নিজের মোবাইল ফোনটি সাথে আনার অনুরোধ করা হল।
ধন্যবাদান্তে-
ডাঃ নূর রিফফাত আরা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ধামরাই, ঢাকা।