ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

৪৩

ফরহাদ আহমেদ,ধামরাই প্রতিনিধিঃ ঢাকা জেলার ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কবিতা সরকার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আরো দশ জন গুরতর আহত হয়েছে। তাদেরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

নিহত কবিতা সরকার বাড়ি ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী। নিহত কবিতা সরকার ও তার স্বামী বিকাশ সরকার গ্রামের বাড়ি থেকে ধামরাই পৌরসভার ঘড়িদার পাড়ার ভাড়া বাড়িতে ফিরছিলেন।

প্রত্যক্ষ সূত্রে জানা যায় যে, সকালের দিকে ঢাকাগামী ডি-লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপরদিক থেকে আসা পাটুরিয়াগামী সাউদিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাউদিয়া পরিবহনের বাসটি উল্টে যায় এবং ডি লিংক বাসের এক পাশ ভেঙ্গে গেলে ঘটনাস্থলেই কবিতা সরকারের মৃত্যু হয়। এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি বাসই আটক করা হলেও চালকরা পালিয়ে যায়।
এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.