মোঃ ফরহাদ আহমেদ,ধামরাই প্রতিনিধি,ঢাকা উত্তর: ঢাকার ধামরাইয়ে বাটা সু ফ্যাক্টরী বাংলাদেশ লিঃ এর অবৈধভাবে ২১০ জন শ্রমিক ছাঁটাই এর প্রতিবাধে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ইসালামপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করছে ছাটাই কৃত শ্রমিকরা।
মানববন্ধননে শ্রমিকরা বলেন করোনার কারণে দীর্ঘ দিন ফ্যাক্টরী বন্ধ ছিল, তারপর ফ্যাক্টরী খুললে ও কোম্পানি কর্তৃপক্ষ এবং কিছু লোভী শ্রমিক নেতাদের পক্ষে নিয়ে ২১০ জন শ্রমিককে হঠাৎ করে ছাঁটাই করা হয়েছে। আর তাই ছাঁটাই এর প্রতিবাধে মানববন্ধন করছে, তারা বলেন স্ত্রী ও সন্তান নিয়ে খুব কষ্টে সংসার চলছে। এজন্য তারা প্রধানমন্তী নিকট সহযোগিতা কামনা করছি,যাতে করে তাদের এরকম হুট করে ছাটাই না করা হয় এবং পুনরায় কাজে যোগদান করার ব্যাবস্তা করেন।