ধংস হয়ে যাবে,বন্ধ করুন

২৯৬

রওনক হাসান  বিনোদন কন্ঠ :

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সাহসী কন্ঠ  অনলাইনকে বলেন, ধংস হয়ে যাবে বন্ধ করুন।

‘বলিউডের ছবি আমাদের এখানে মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র অনেক ক্ষতিগ্রস্ত হবে। বলিউডের দেড়শ কোটি রুপি বাজেটের ছবির সঙ্গে বাংলাদেশের এতো কম বাজেটের ছবি টিকতে পারবে না। একটি বড় ধরনের প্রতিযোগিতার সঙ্গে পড়ে যাবে আমাদের চলচ্চিত্র। এইভাবে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব।’

শাকিব খান আরও বলেন, ‘উপমহাদেশের সংস্কৃতির মধ্যে কিন্তু অনেক সাদৃশ্য রয়েছে। সাংস্কৃতিক মিল থাকলেও বলিউডের ছবির বাজেট অনেক বেশি। আমরা এর ধারে কাছেও নেই। হিন্দি ছবির প্রভাবে শ্রীলংকার চলচ্চিত্র হারিয়ে গেছে। নেপালের চলচ্চিত্রও ধ্বংস হয়ে গেছে।’

50% LikesVS
50% Dislikes
২ Comments
  1. হাসনাত জামান says

    উত্তরোত্তর সাফল্য কামনা করছি, কিছু বাজে মনমানসিকতার লোকের প্রভাবে এটার চরম ক্ষতি হয়ে যেতে পারে, এটা থেকে সাবধান থাকতে হবে, জয় হউক সাহসিকতার, দৈনিক সাহসী কন্ঠে বেজে উঠুক বাংলার আকাশ।

    1. Editor says

      ধন্যবাদ, আশা করি এভাবেই আমাদের জন্য দোয়া করে যাবেন।

Leave A Reply

Your email address will not be published.