ওমর ফারুক আহম্মদ,শ্রীপুর,গাজীপুরঃ ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। মহুয়া কমিউটার ট্রেনের টিকিট দ্বিগুণের দামে বিক্রি করছেন রেলওয়ে কর্মকর্তা।
শ্রীপুর রেলওয়ে স্টেশন শ্রীপুর থেকে মোহনগঞ্জ মহুয়া কমিউটার ট্রেনের প্রতি টিকিটের মূল্য ৭০ টাকা আর দুই টিকেট ক্রয় করে সিট নিতে হয় একটা,যার মূল্য ১৪০ টাকা।
শুক্রবার শ্রীপুর রেলস্টেশনে ভুক্তভোগী যাত্রীরা জানান প্রতি টিকিট মূল্য ৭০ টাকার পরিবর্তে ১৪০ টাকা করে, টিকিট ক্রয় করেছেন শ্রীপুর স্টেশন।