দৌলতখানে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
এম.মিরাজ হোসাইন,কোঅর্ডিনেটর,ভোলাঃ- আজ সকাল ১০টায় দৌলতখান বাজারে ব্যবসায়ী ও পথচারীসহ বাজারের দক্ষিণ ও উত্তর মাথায় মাস্ক ব্যবহার না করায়,৫ জন কে ২ হাজার দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাওছার হোসেন।
এছাড়া আরো এক যুবককে সরকারি কাজে বাধা দেওয়ায় ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব কাওছার হোসেন বলেন, ‘মহামারী করোনা ভাইরাস সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারের ব্যবসায়ী ও পথচারীসহ সর্বসাধারণ কে মাস্ক ব্যবহার করতে সচেতনতামূলক প্রচার করা হয়।
এছাড়া দৌলতখান পৌরশহরে ফুটপাত নিয়ন্ত্রনে উপজেলা নির্বাহী অফিসার জনাব কাওছার হোসেন নানা যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেন।