এম মিরাজ হোসাইন,ভোলাঃ আজ ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার দৌলতখানে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে মেলায় উপজেলার ২২টি মাধ্যমিক ও তিনটি কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
মেলায় মাধ্যমিক পর্যায়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ও দৌলতখান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে দৌলতখান মহিলা কলেজ। মেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।