
ইমরান হোসেন পিয়াল,কলাপাড়া প্রতিনিধিঃ দেশ সেরা সাকিবিয়ান গ্রুপ ১৬ কোটি মানুষের প্রান সাকিব আল হাসান গ্রুপের ৬ বছর পূর্তি আজ।
আজ ১৮ জানুয়ারি,তারিখটি আমার আপনার কাছে ভীষণভাবে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ,কারণ ঠিক ৬ বছর আগে ২০১৫ সালের আজকের এই তারিখে জন্ম নিয়েছিল আমাদের,আপনাদের এবং আমাদের সকলের ভালো লাগার,ভালোবাসার ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাইয়ের নামে এই ১৬ কোটি মানুষের প্রান সাকিব আল হাসান গ্রুপটির।
আজ আপনাদের সাকিব ভাইয়ের প্রতি ভালবাসা ও বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালবাসা আপনাদের অক্লান্ত পরিশ্রমে সুসজ্জিত এই ১৬ কোটি মানুষের প্রান সাকিব আল হাসান গ্রুপটি জনপ্রিয়তার বেশ শিখরে আরোহণ করেছে। এতে গ্রুপের সকলের অবদানও অনস্বীকার্য, সেকারণে জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই গ্রুপের সাথে থেকে ও গ্রুপের অগ্রগতিতে সহায়তা করে বাংলাদেশের ক্রীড়াজগতকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রইল ।