আল আমিন,পঞ্চগড় প্রতিনিধিঃ
দেশের সর্বউত্তরের পঞ্চগড় জেলায় প্রতিবছরই দেশের সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হয়।
এই মৌসুমে এ যাবত দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় রের্কড করা হয়েছে।
গত শনিবার তেতুলিয়ার তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনে রোদ ও গরম থাকলেও রাতে তিব্রশীত ও কুয়াশায় ঢেকে যায় চারপাস। মোড়ে মোড়ে পিঠাপুলির দোকান ও ব্যাডমিন্টন খেলার অাসর অনান্য বারের মতো শুরু হলেও এবারে জেলার বিভিন্ন স্থান রাতে ফুটবল টুনামেন্ট ও মিনি ক্রিকেট টুনামেন্ট এর অায়োজন দেখা যাচ্ছে।