নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা ৩.৫০ ঘটিকায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বাজারের দক্ষিণ পার্শ্বে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেওয়াগনঞ্জের ডাংধরা ইউনিয়নের উত্তর গোয়ালকান্দা গ্রামের শুক্কুর আলীর স্ত্রী ফরিদা বেগম (৩৫) নামের এক পথচারী তমা গ্রুপের ডিটি ৫২ নম্বর ট্রাকের চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
ফরিদা বেগম তার স্বামীর সাথে ভ্যানযোগে বাঘারচর বাজারে যাওয়ার পথে স্হানীয় আসমাউলের বাড়ির সামনে পৌছালে, তমা গ্রুপের ডিটি ৫২ নং মাটি ভর্তি ট্রাক পিছনে থেকে ভ্যান গাড়ীকে ধাক্কা দিলে ফরিদা ছিটকে পড়েন। ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। ফরিদার স্বামী শুক্কর আলীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় লোকজন আসার আগেই ট্রাকের চালক পালিয়ে যায়।
বিষয়টি সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে, দায়িত্বরত অফিসার ইনচার্জ জোয়াহের হোসেন খান তার পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য থানার হেফাজতে নিয়ে যায়। গাড়িটি পুলিশের হেফাজতে রাখা হয়।