মোঃ নাজমুল হাসান,দেওয়ানগঞ্জ উপজেলা,জামালপুরঃ
দেওয়ানগঞ্জের পাররামপুর ইউনিয়নে ০৫/১২/২০২০ ইং শনিবার চেয়ারম্যান পদের বিপরীতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বি জুয়েল (নৌকা প্রতীক) সহ একই দলের বিদ্রোহী দুই প্রার্থী মোঃ আসাদুজ্জামান লেমন মিঞা (ঘোড়া প্রতীক) এবং মোঃ সোহেল রানা (আনারস প্রতীক) মোট তিনজন প্রতিদ্বন্ধীতা করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ ফজলে রাব্বি জুয়েল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। কিন্তু উক্ত নির্বাচনে ভোট কাটচুপি, এবং স্বচ্ছতার প্রশ্ন তুলে আদালতে মামলা করেন প্রার্থী মোঃ সোহেল রানা। নির্বাচন পর্যালোচনা ও তদন্ত সাপেক্ষে মোঃ ফজলে রাব্বি জুয়েলের পক্ষে রায় দেন আদালত। হাল না ছেড়ে নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন মোঃ সোহেল রানা। কয়েক দফা তদন্ত, পর্যালোচনা শেষে দীর্ঘ্য (০৪) বছর পর ২০১৬ সালের পাররামপুরে ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন বাঞ্চাল এর রায় দেন উচ্চ আদালত এবং দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনকে পুঃন নির্বাচনের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কমিশিন ২৯শে অক্টোবর ২০২০ ইং বৃহঃপতিবার নির্বাচনের দিন ধার্য্য করে তফসিল ঘোষনা করেন।
যথা সময়ে চুড়ান্ত মনোনয়ন শেষে প্রতীক বরাদ্ধের মাধ্যমে প্রার্থীদের প্রচারনা শুরু হলে অত্র এলাকার চশমা প্রতীকের প্রার্থী মোঃ সুরুজ্জামান আকস্মিক ইন্তেকাল করায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে এবং পুনঃরায় ০৫ ই ডিসেম্বর ২০২০ ইং তারিখ শনিবার নির্বাচনের দিন ধার্য্য করে আবারও তফসিল ঘোষনা করেন।
এরই ধারাবাহিকতায় ৫ ই ডিসেম্বর শনিবার সকাল ০৯.০০ ঘটিকা থেকে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্র পরিদর্শন কালে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা সাহসী কন্ঠকে বলেন, অত্র ইউনিয়নে ১২ টি ভোট কেন্দ্রে মোট ২৭,৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। স্থানীয় ভোটাররা বলেন, প্রশাসনিক কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকায় আমরা উঃসাহিত হয়ে স্বতঃফুর্ত ভাবে আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছি।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারাদিন ভোট অনুষ্ঠিত হয়েছে। সরকারী ঘোষনা মোতাবেক, সাবেক চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বি জুয়েল (নৗকা প্রতীক) ৬২১২ ভোট তৃতীয় স্থান, মোঃ আসাদুজ্জামান লেমন মিঞা (ঘোড়া প্রতীক) ৬৪৭৫ ভোট পেয়ে দ্বিতীয় এবং মোঃ সোহেল রানা (আনারস প্রতীক) ৬৮৩৪ ভোট পেয়ে প্রতিদ্বন্ধী অপর দুই প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।