মোঃ নাজমুল হাসান,উপজেলা প্রতিনিধি দেওয়ানগঞ্জঃ-
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় তারাটিয়া তদন্ত কেন্দ্রের আওতাধীন গত ২০/১২/২০২০ ইং তারিখে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৩ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, দেওয়ানগঞ্জ মডেল থানার ইনচার্জ জনাব, মহব্বত কবীরের নির্দেশনায় তারাটিয়া তদন্ত কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এস.আই জহিরুল ইসলামের নেতৃত্বে এস.আই শাহজাহান, এ.এস.আই মামুন এবং এ.এস.আই আব্দুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। এ সময় পাইক পাড়াস্থ মোঃ আজিমল, মোঃ মিলন ও মোঃ আশরাফ আলী নামের ৩ জুয়ারীকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার সামগ্রী সহ নগদ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান সম্পর্কে জানতে চাইলে পুলিশ সূত্র সাহসী কন্ঠকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রনে সরকার জিরো টলারেন্স ঘোষনার পর থেকে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে থাকি। এছাড়াও স্থানীয় ভাবে সংঘঠিত ছোট/বড় অপরাধ নিয়ন্ত্রনেও আমারা অভিযান পরিচালনা করি। আর আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জুয়ারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।