সাগর হাসান মুক্তার
বহুদিন আগে বিমর্ষ করেছিনু সেই উদ্যমতাকে,
অসংখ্য কাঁটাতার ডিঙিয়েছিলুম
প্রেয়সীর যাত্রাপথ রােধ করতে।
কিন্তু আমি পারিনি তােমার অবাধ্য কেশের দেউলিয়া হতে,
পারিনি স্পর্শ করতে তােমার গহীনতা।
তাইতাে আজ আমি ফেরারি আর তুমি পলাতক!
শপথের সেই মাহেন্দ্রক্ষণ তুলে রেখেছি হৃদয়ে;
মনে পড়ে সেদিনই প্রথম অশ্রুজল
এসেছিল চোখের কিনারায়।
প্রথম স্পর্শ করা তোমার সেই হিম হাত
আজও কাঁপন তুলে বুকের ভিতরটায়,
যদিও সেই হাতের মালিকানা
এখন অন্য একজনের!
একই শহরে তোমার আমার বাস,
অথচ দেখো কত বেশি দূরত্ব দুজনের!
এই দূরত্ব মাইল বা কিলোমিটারের নয়,
এই দূরত্ব হৃদয়ের।
হাত বাড়ালে হয়তো দেহটা ছুঁতে পারবো,
কিন্তু হৃদয়টা কি তোমার ছোঁয়া যাবে আর!
হৃদয়ের দূরত্ব না কমালে?
অভিমানের দূরত্ব না কমালে?
তবুও ভেবেছিলাম আবার বর্ষা এলে,
দুজনে একসাথে ভিজবাে।
কোন এক সন্ধ্যায় ব্যালকনিতে বসে
কমিয়ে আনব বাকিটুকু দূরত্ব;
আর আজ,
এ কোন বর্ষায় ভিজছি দুজন প্রতি রাতে?
এক পৃথিবী দূরত্ব মাঝখানে রেখে!