চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার বৃহত্তর মতলব উত্তর উপজেলার সামাজিক ও অরাজনৈতিক সংগঠন দুর্বার পাঠশালা সংগঠনের ২০২০ সালের সেরা সংগঠক, পরিশ্রমী সংগঠন, সর্বুচ্ছ শেয়ার দাতাকে এই সন্মাননা পুরষ্কার দেওয়া হয়।
আজ ১লা জানুয়ারী রোজ শুক্রবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয় নন্দলালপুর বাজারে আজীবন সদস্য মোঃ নাছির প্রধান, গোলাম রাব্বানী মোল্লা, সভাপতি- গোলাম দস্তগীর সরকার, সাধারণ সম্পাদক- ফয়েজ আহাম্মেদ মাহিন, সাংগঠনিক সম্পাদক- ফয়সাল আহাম্মেদ পিন্টু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক- মোঃ কামরুজ্জামান(কামরুল), দপ্তর সম্পাদক- আদনান হাবিব সহ অন্য-আন্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় পাঁচ জনকে দুর্বার সম্মাননা- ২০২০ প্রদান করা হয়।
মোঃ নাছির প্রধান- আজীবন সদস্য, গোলাম রাব্বানী মোল্লা- আজীবন সদস্য, মোহাম্মদ হাফিজুর রহমান রাকিব- সন্মানিত সিনিয়র সদস্য, মোঃ কামরুজ্জামান (কামরান)- যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, আদনান হাবিব- দপ্তর সম্পাদক কে সন্মাননা পুরষ্কার হাতে তুলে দেওয়া হয়।