মেহেদী হাসান, নালিতাবাড়ি, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী সনাকের ইয়েস সদস্য অভিজিৎ সাহা টিআইবির অঙ্গ প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটির ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী গল্প বলা প্রতিযোগিতায় ময়মনসিংহ ক্লাস্টারে প্রথম হয়েছেন।
গতকাল ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রতিযোগিতায় বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় শর্ত ছিলো গল্পগুলো হতে হবে সত্য এবং এর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ হয়েছে।
গত ৬ ডিসেম্বর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের মধ্যে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নালিতাবাড়ী সনাকে ইয়েস সদস্য অভিজিৎ সাহা।
নালিতাবাড়ী সনাকের এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন বলেন, ময়মনসিংহ ক্লাস্টারে আমাদের নালিতাবাড়ী ইয়েস সদস্য অভিজিৎ সাহা প্রথম হয়েছেন এবং দ্বিতীয় হয়েছেন রাসেল, এটি বড় অর্জন।
এছাড়া নালিতাবাড়ী সনাকের সাবেক ইয়েস সদস্য মেহেদী হাসান বলেন,এটা আমাদের সনাক নালিতাবাড়ী পরিবারের জন্য গর্বের এবং আনন্দের, আমি তাদের অভিনন্দন জানাই।