আবদুল আহাদ
দেশের যত দুনীর্তিবাজ
করছে শুধু লুট পাট,
মগের মুল্লুক পাইছে তারা
পকেট করছে ভারি,
প্রশাসন তাদের হাতের মুঠোয়
জনগণ করছে জিম্মি,
বলতে গেলে মারবে আমায়
অবাক হয়ে জ্বলছি,
এই কি তাদের দেশ প্রেম
অবাক বিশ্ব বাসি।
দুর্নীতিবাজ রুখতে হবে
করতে হবে ধ্বংস,
ধরা ছোঁয়ার বাইরে তারা
করছে স্বরজন্ত,
মুক্ত মনে করছে এসব
ক্ষমতা তাদের হাতে,
দ্বাম্বিকতার সাথে তারা
বুক ফুলিয়ে চলে,
জনগণের সাথে তারা
নীতির কথা বলে ।