ফাহিম আল মামুন,খেলাঃ বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ এ আজ বিকেল ৪.৩০ ঘটিকার খেলায় আজ মাঠে নেমেছিলো গাজী গ্রুপ চট্টগ্রাম এবং বেক্সিমকো ঢাকা। শুরুতেই টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ চট্টগ্রাম। অধিনায়ক মুশফিকুর রহিমের এর নেতৃত্বে ব্যাটিং করতে নেমে শুরুতেই অনেকটা পিছিয়ে পরে বেক্সিমকো ঢাকা। এলোমেলো ব্যাটিং আর অভিজ্ঞতার মান রাখতে না পারায় ধীরগতির ধারাবাহিকতায় এগোতে থাকে ঢাকা।
পরবর্তিতে দুই ওপেনার সহ বাকী খেলোয়াড়দের ধারাবাহিক উইকেটের পতনে রানের কোটা খুব বেশিতে পৌছায় না। ২০ ওভারে ১০ টি উইকেট হারিয়ে ১১৬ রান করে বেক্সিমকো ঢাকা। দলের হয়ে মুশফিক (২৫) এবং আল আমিন(২৫) সর্বোচ্চ রান করেন।
এদিকে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ১১৭ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে ব্যাটিং করতে নেমে শুরুতেই অনেক ভালো সুচনা হয় গাজী গ্রুপ চট্টগ্রাম এর। দুই ওপেনার এর শুভ সূচনার দিনে দলের ভারসম্য অনেক উপরে উঠে যায় শুরুতেই । লিটন দাস এবং সৌম্য সরকার শুরুতেই দুর্দান্ত ব্যাটিং এ এগিয়ে নিয়ে যায় দলকে।
লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং এর কারনেই ১৯ ওভার ১ বল খেলে ৩ টি উইকেট হারিয়ে ১১৭ রান করে গন্তব্যে পৌঁছে যায় গাজী গ্রুপ চট্টগ্রাম। বোলিং এ মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩২ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে প্রত্যাশিত জয় তুলে দেন তার দলকে। গাজী গ্রুপ চট্টগ্রাম এর হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন লিটন দাস।
প্লেয়ার অফ দ্যা ম্যাচঃ মুস্তাফিজুর রহমান
স্কোরঃ
গাজী গ্রুপ চট্টগ্রামঃ ১১৭/৩ (১৯.১)
মিনিস্টার গ্রুপ রাজশাহীঃ ১১৬/১০ (২০)
ফলাফলঃ গাজী গ্রুপ চট্টগ্রাম ৭ উইকেটে জয়ী।