দুমকিতে মদসহ ১ যুবক আটক

২৮

শামসুল আরেফিন : পটুয়াখালীর জেলার দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে লেবুখালী ব্রীজ সংলগ্ন পুরাতন জেল গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করেছে পুলিশ।

২৬শে নভেম্বর ২০২০ ইং রোজ বৃহস্পতিবার আনুমানিক সময় সন্ধা ১৯টা ২০ ঘটিকায় গোপন সংবাদের ভিওিতে দুমকি থানার ফোর্স বর্নিত ঘনটাস্থানে উপস্থিত হয়ে, যুবক সাগর দে(২৮) পিতা নারায়ণ দে সাং ঢেউখালী ৮ নং ওয়ার্ড থানা ও জেলা পটুয়াখালী । আটককৃত যুবকের কাছে ৩ বোতল দেশী মদ এবং ১ বোতল বিদেশীয় মদসহ আটক করেছে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এঘটনায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.