মোঃ সাইদুল ইসলাম,ঢাকা উওরঃ দুদকের মামলায় খালাস পেলেন ইসরাক হোসেন,সম্পদের হিসাববিবরণী জমা না দেওয়ার মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।
রায় ঘোষণার সময় ইশরাক আদালতে উপস্থিত ছিলেন। যথাযথ প্রক্রিয়ায় সম্পদের নোটিশ দেওয়ার বিষয়টি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম না হওয়ায়,আসামি ইশরাককে খালাস দিয়েছেন আদালত। রায়ে বলা হয়, আসামি ইশরাক হোসেনকে সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশটি যথাযথভাবে দেওয়ার সাক্ষ্যপ্রমাণ হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ।