মোঃ এমরান হোসাইন,মিরপুর,ঢাকা উওরঃ ভূমধ্যসাগরীয় তীরবর্তী ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে দুই হাজার বছর আগে লাভায় হারিয়ে যাওয়া আরও দু’টি মনুষ্যদেহের সন্ধান মিলেছে। এটি মিলেছে চলতি উইকেন্ডে ইতালির বিখ্যাত পর্যটন নগরী নাপোলিতে। একদল চৌকষ গভেষক দল এই বিষয়ে নিশ্চিত করেন যে, কম্কাল দুটি মানুষেরই।
পম্পেই প্রত্নতাত্ত্বিক পার্ক থেকে মাত্র ৭০০ মিটার উত্তর-পশ্চিমে চলমান খননকাজের সর্বশেষ আবিষ্কার দুই মানব-মানবী। উত্তপ্ত লাভা এবং ছাই ভস্মের তান্ডবের সময় ঠিক যে অবস্থায় ছিলেন। দুই হাজার বছরের ব্যবধানে আজও অবিকল আছে তাঁদের দেহাবয়ব। ইতালির পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী দারিও ফ্রানচেসকিনি, প্রত্নতাত্ত্বিক খননকাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। অধিকতর গবেষণার সুবিধার্থে এবং বিশ্বব্যাপী পর্যটকদের আকৃষ্ট করতে এ ঘোষনা দেয়া হয়।
এটি নিয়ে আরও বিস্তারিত গভেষণা অভ্যাহত রয়েছে।