লেখক: মোঃ সাজিদ হাসান।
আকাশে জুড়ে ভাসে শুধু দগ্ধ দেহের গন্ধ!
কেন ত্রিশ ঘন্টা পরেও হলো না অগ্নিশিখা বন্ধ?
কেন আমার দেশের নেতা গড়ে বিদেশে বেগম পাড়া?
কেন পুনর্বাসনের আওতায় নেই শিশু শ্রমিক যারা?
কেন লকডাউনের মধ্যেও চলে অমানবিক ফন্দি?
বদ্ধ ঘরে কাজের জন্য কার সাথে হলো সন্ধি….?
কেন এহেন ঘটনা এ দেশে ঘটে বারংবার?
কেন কালো টাকায় আইনের ফাঁকে অসাধু হয় পার?
নেতাদের মুখে শুধু দেশ উন্নয়নের বানী শুনি
তবু কেন ক্ষনে ক্ষনে শ্রমিকের লাশ গুনি?
যাদের শ্রমে সচল থাকে উন্নয়নের চাকা।
টাকার বদলে আর্তনাদে জীবন তাদের ঢাকা।