ডিমলা প্রতিনিধি,মোঃ নুরনবী ইসলামঃ আজ ০৯/০১/২০২১ ইং রোজ শনিবার নাউতারা ইউনিয়নের দক্ষিণ আকাশকুড়ি ছাত্র কল্যাণ সংঘের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ক্রীড়া ও ঘোড়দৌড় প্রতিযোগিতা, দক্ষিণ আকাশকুড়ি বুদ্ধির বাজার সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার ফারহানা আক্তার সুমি {সাধারন সম্পাদক(কল্যান ও পুনর্বাসণ),বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,কেন্দ্রীয় কমিটি}।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম লেলিন(চেয়ারম্যান ৬নং নাউতারা ইউপি ও সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ৬ নং নাউতার ইউনিয়ন শাখা) আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শৈলান চন্দ্র রায়সহ উক্ত এলাকার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকার ফারহানা আক্তার সুমি {সাধারন সম্পাদক(কল্যান ও পুনর্বাসণ),বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,কেন্দ্রীয় কমিটি} বলেন নাউতারা ইউনিয়নে এরকম কার্যক্রমে সহায়তা এবং উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত, তিনি আরও বলেন নাউতারাসহ ডোমার-ডিমলাবাসির পাশে ছিলেন,আছেন এবং থাকবেন সবসময়ের জন্য।
নাউতারা আকাশকুড়ির এলাকার ব্যক্তিবর্গ এমন একটি আয়োজনে সত্যিই অনেক আনন্দিত এবং সরকার ফারহানা আক্তার সুমিকে একজন সমাজসেবক হিসেবে সময়সময় এলাকার বিপদে আপদে সাথে থাকার অনুরোধ জানান।