ত্রিশালের চেলেরঘাটে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত।
মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহ।
আজ সকাল ৭.৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেলেরঘাট নামক জায়গায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করে বাসটি ত্রিশাল থেকে ভালুকার দিকে যাচ্ছিল। অতপর ঘটনাস্থলে ৩ জন ও পরে ২ জনের মৃত্যু হয়। আরো একাদিক রোগী আশংকা জনক অবস্থায় রয়েছে। আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত তিনজন হলেন, ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক। পরে একজন নারী ও একজন পুরুষ মারা যায়, দুই জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়, তিনি হলেন- সোহেল মিয়া (৩৫)। তিনি ত্রিশালের রাগামারার আহেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মূলত যাত্রীবাহী দুইটি বাস অধিক যাত্রী উঠানোর জন্য পাল্টাপাল্টি করায় দুর্ঘটনাটি ঘটে।
ব্রেকিং নিউজ :
- বগুড়ায় সেচ নালা থেকে জবাই করা লাশ উদ্ধার ।
- মাদারীপুরের কালকিনিতে ইউএনও কথা বলে মুঠোফোনে টাকা দাবি ।
- ঝিনাইদহে নারীকে ফাসাতে গিয়ে দিন মজুরকে হত্যা, স্কেচের মাধ্যমে সনাক্ত করে আসামী গ্রেপ্তার ।
- ঈদগড়ের লাউ সরবরাহ হচ্ছে বিভিন্ন হাট বাজারে ।
- নওগাঁ-২ আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি'র প্রার্থীকে শোকজ ।
- ইসরায়েল মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেই যাচ্ছে : জামায়াত
- অভ্যন্তরিণ কোন্দলে পটিয়া মাদরাসায় আবারও সংঘর্ষ ।
- ধনবাড়ীতে যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত।
- এক মাস ধরে মেয়েকে খুঁজে পাচ্ছেন না অসহায় বাবা ।
- সরকারি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
Prev Post
Next Post