তিন মণ গাঁজা উদ্ধার করলেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন।

৫০

 

আমিনুল ইসলাম আহাদ,ব্রাক্ষণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু আটক করতে পারেনি কোনো মাদক চোরাচালানকারী।পুলিশের উপস্থিত টের পেয়ে আসামিরা দৌড়ে পালিয়ে যায়।

অদ্য ১৬ অক্টোবর ২০২৩ইং রোজ সোমবার কসবা থানা পুলিশের এক বিশেষ অভিযানিক দল ভোরে কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের কসবা-নয়নপুর সড়কের পার্শ্বে জনৈক নাজির মিয়ার বাড়িতে এ অভিযান চালায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, জনৈক নাজির মিয়ার বাড়ির বিপরীতে পাঁচটি পাটের বস্তার বোঝাই কৃত, প্রতি বস্তায় ২৪ কেজি করে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। এবিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.