এম,এ,এস হুমায়ুন কবির,তারাকান্দা,ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই সিএনজির যাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সি এনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সাতজন প্রাণ হারান। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বেলা সোয়া দুইটায় বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।