এম,এ,এস হুমায়ুন কবির,তারাকান্দাঃ বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের গৌরবের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালি,কেক কাটা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদিপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও সুমন বিকাশ সরকার প্রমূখ।
এর আগে গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি তারাকান্দা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের শুভ উদ্বোধন করেন।